কলাপাড়ায় অবৈধ ট্রলার মালিককে জরিমানা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ১৯:৫৭

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নৌপরিবহন অধিদপ্তরের আঞ্চলিক সার্ভে, রেজিস্ট্রেশন অ্যান্ড পরিদর্শনে পটুয়াখালীর পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আলীপুর-মহিপুর এলাকার খাপড়াভাঙ্গা নদীতে এ অভিযান হয়। এতে বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ট্রলার মালিক এবং চালককে জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতে পরিচালক (উপসচিব) বদরুল হাসান লিটন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সমগ্র বাংলাদেশ), নৌ পরিবহন অধিদপ্তর, ঢাকা এবং স্পেশাল অফিসার মেরিন সেইফটি (সিনি. স. সচিব) আলীনুর খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সমগ্র বাংলাদেশ), নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা।

এ সময় মোবাইল কোর্ট প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নৌ পরিবহন অধিদপ্তরের পটুয়াখালী ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত মেরিন ইন্সপেক্টর এমআর মোস্তফা।

রেজিস্ট্রেশন, সার্ভে ফি, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে নদীপথে চলাচলকারী অবৈধ নৌযানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান কর্মকর্তারা।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন বাস্তবায়নে সহযোগিতা করে নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও র‌্যাব-৮ পটুয়াখালী। 

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/কেএম)