খরুচে সাকিব, কলকাতার সামনে বড় লক্ষ্য

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ২১:৫৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ২২:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইপিলে তৃতীয়বারের মতো শিরোপা জিততে কলকাতার সামনে ১৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। এদিন নাইটদের হয়ে বল হাতে বাজে সময় পার করেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি করে চেন্নাইকে বড় সংগ্রহ এনে দিয়েছেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসি।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় চেন্নাই। ওপেনার ডু প্লেসির সঙ্গে রুতুরাজের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে চেন্নাই। দলীয় ৬১ রানে ঋতুরাজ গায়কোড ফিরলেও একপাশ আগলে নাইট বোলারদের দুঃস্বপ্নের কারণ হয় ডু প্লেসি। 

ঋতুরাজ ২৭ বলে ৩২ রান করেন। পরে শেষের দিকে সিভাম মাভির বলে ক্যাচ তোলার আগে ৫৯ বলে ৮৬ রান তুলে নেন ফাফ ডুপ্লেসি। শেষে রবিন উথাপ্পার ১৫ বলে ৩১ এবং মঈন আলীর ২০ বলে ৩৭ ঝড়ো ইনিংসে ভর করে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস।

বল হাতে বাজে দিন পার করা সাকিব তিন ওভারে দিয়েছেন ৩৩ রান। চেন্নাইয়ের হারানো তিন উইকেটের দুটিই নিয়েছেন সুনিল নারিন। ৪ ওভারে এই ক্যারিবিয়ান স্পিনার দিয়েছেন ২৬ রান। ৩২ রান দিয়ে একটি উইকেট  নিয়েছেন শিবাম মাভি।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এইচএন)