চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ২২:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক কর্মীকে মারধরের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে আমানত হলের সামনে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করলেও উভয় গ্রুপে এখনও উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন- সিক্সটি নাইনের কর্মী ও ইতিহাস বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী নাহিয়ান হায়দার এবং সিএফসির জুনিয়র কর্মী ১৮-১৯ সেশনের আরাফাত। বিবাদমান ছাত্রলীগের গ্রুপ দুটি হচ্ছে বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসি। এর মধ্যে সিএফসি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা বিভাগের ১৯-২০ সেশনের শিহাব আরমান মানিক নামে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মীরা। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে সিএফসির জুনিয়র কর্মীরা আমানত হলে প্রবেশ করতে গেলে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা করেন। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হালকা ঝামেলা হয়েছিল। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইজনকে আহতাবস্থায় চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :