ওমানে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২১, ১৫:৫৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ১৬:০১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই সপ্তাহ আগেই বিশ্বকাপের ভেন্যু ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল। মাঝে সংযুক্ত আরব আমিরাতে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু আইপিএলে কলকাতা ফাইনাল খেলায় মাহমুদউল্লাহদের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। 

শুক্রবার রাতে ফাইনালের পর আমিরাত থেকে সড়কপথে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন সাকিব। আইসিসি ও কলকাতা নাইট রাইডার্সের ব্যবস্থাপনায় বিমানের বিড়ম্বনা এড়াতে সড়কপথ বেছে নেন তিনি। পরে সাড়ে চার ঘন্টার যাত্রা শেষে আজ সকালে সরাসরি টিম হোটেলে ওঠেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আইপিএলে বায়ো বাবলের মধ্যে থাকার কারণে সাকিবের কোয়ারেন্টাইনের প্রয়োজন পড়ছে না। তাই আগামীকাল রবিবার রাতে স্কটল্যান্ডের বিপক্ষেই খেলতে পারবেন তিনি।

আমিরাতে সাকিবের অনুপস্থিতে দুটি ওয়ার্ম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সেখানে দুটিতেই হেরেছে টাইগাররা। আইপিএলে খোলশে আবৃত ছিলেন সাকিবও। ব্যাট হাতে পরপর দুটি শূন্যের পর বল হাতে ছিলেন তিন ম্যাচে উইকেটবিহীন। তবে বিশ্বকাপ আসরে টাইগারদের হয়ে সাকিব নিশ্চয়ই ফিরবেন নিজের ধারায়! বাংলাদেশও থাকবে স্বপ্নের পথে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এইচএন)