নদীতে গোসলে নেমে প্রাণ গেল মেডিকেল ছাত্রের

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২১, ১৯:২৫
ছবি সংগৃহীত (ফাইল ছবি)

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরে যমুনা নদীতে গোসল করতে নেমে মেডিকেল কলেজে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোসাব্বির ফাহিম। শনিবার সকালে প্রেম যমুনার ঘাটে গোসল করতে নেমে ডুবে তার মৃত্যু হয়।

ফাহিম দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বগুড়ার গাবতলীর উপজেলার হাতিবান্ধা গ্রামে। বাবার নাম ফজলুল করিম।

জানা যায়, গতকাল শুক্রবার দীঘলকান্দি গ্রামে নানাবাড়িতে বেড়াতে যান ২১ বছর বয়সী ফাহিম। সকালে খালাতো ভাই মোহাইমিনকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নেমে ডুবে যান তিনি। খালাতো ভাই মোহাইমিনের চিৎকারে আশপাশের লোকজন তল্লাশি শুরু করেন। কিছু সময় পর নদীর ভাটি এলাকায় মরদেহ ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :