আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন মেরিনার্স

প্রকাশ | ১৬ অক্টোবর ২০২১, ২১:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১, ২১:২৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে মেরিনার্স ইয়াং ক্লাব। আর এর ফলে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে ঢাকা আবাহনীর।

এদিন ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন সোহানুর রহমান সবুজ। আর অন্য গোলটি করেছেন অভিষেক। একটি গোল করা অভিষেক পুরো টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত। আর সেটার পুরস্কারও পেয়েছেন তিনি। আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই অভিষেক। আর তারই সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ মিলন হোসেন ছয় গোল করে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মেরিনার্স পুরস্কার স্বরুপ এক লাখ টাকা পেয়েছে। অন্যদিকে আবাহনীকে দেয়া হয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি। টুর্নামেন্ট সেরা অভিষেক এবং সর্বোচ্চ গোলদাতা মিলন পেয়েছেন ১০ হাজার টাকা করে পুরস্কার।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমএম)