রাজশাহী মেডিকেলে কোভিডে এক, উপসর্গে দুই মৃত্যু

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ১০:০৩

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন আর উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। রামেক করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭০ জন ভর্তি আছেন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪৫টি নমুনা পরীক্ষায় চারজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৭৮টি নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এমআর