নকিয়ার ফিচার ফোনে স্মার্টফোনের সুবিধা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ১০:১৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১, ১০:২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ফিচার ফোনে স্মার্টফোনের সকল সুবিধা রয়েছে নকিয়া ২২৫ মডেলটিতে। ফিচার ফোন হলেও এতে ৪জি কানেকটিভি রয়েছে। স্মার্টফোনের মতোই নকিয়ার এই ফিচার ফোন দিয়ে ইন্টারনেট ব্রাউজিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ব্যবহার করা যাবে। 

ফোনটিতে ডুয়েল সিম স্লট পাবেন। ডিভাইসটি সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আরটিওএস-এ চলে। এই এন্ট্রি-লেভেল ফোনটিতে একটি ২.৪-ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে রয়েছে।

এই ফোনে শুধুমাত্র ৬৪ মেগাবাইট র‌্যাম এবং  ১২৮ মেগাবাইট অনবোর্ড স্টোরেজ রয়েছে। কিন্তু মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর বিকল্প পাবেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজেড)