স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ১২:০৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১, ১২:৪৯

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীর নির্যাতন সইতে না পেরে বুশরা (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে পৌর শহরের খাজুরা এলাকায় স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বুশরা পৌর শহরের খাজুরা এলাকার ইয়াকুবের স্ত্রী এবং উপজেলার খলিলপুর গ্রামের আবদুস সোবাহান শরীফের মেয়ে।

এ ঘটনায় রাতেই ওই গৃহবধুর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বিয়ের পর থেকেই ইয়াকুব যৌতুকের দাবিতে বুশরাকে মারধরসহ বিভিন্ন মানসিক যন্ত্রনা দিয়ে আসছিলো। শনিবার দুপুরে বুশরার বাবা তাকে বাড়িতে নিয়ে যেতে আসেন। ইয়াকুব শ্বশুরকে ফিরিয়ে দেন এবং গালমন্দ করেন। পরে বুশরা সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসএ)