ভারী বর্ষণে বন্যায় কেরালায় মৃত্যু ১৮, নিখোঁজ বহু

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ১২:৫০

আন্তর্জাতিক ডেস্ক

বন্যা বিধ্বস্ত কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা।

আরব সাগরে নিম্নচাপের কারণে ভারী বর্ষণ হচ্ছে কেরালায়। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। অনেক স্থানে ধস নেমেছে। শনিবার রাতে কোট্টায়াম এলাকায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, রবিবার সকালে সেখান থেকে আরও ৩টি দেহ উদ্ধার হয়েছে। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এখনও নিখোঁজ আরও ১২ জন। অন্যান্য জেলা থেকে আরও ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে সরকারি তথ্যে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।

ভারতের দক্ষিণের এই রাজ্যের ৬ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে। আপাতত পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করা ছাড়াও দু’টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আরও সাতটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/একে