বগুড়া জেলা দাবা লিগের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ১৬:৫৯

মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে বগুড়া জেলা দাবা লিগ ২০২১-২২। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশের ব্যবস্থাপনায় রবিবার বেলা ১১টায় শহীদ চান্দু স্টেডিয়ামে দাবা লিগের উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) উজ্জল কুমার ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শুভাশীস পোদ্দার লিটন, আলহাজ্ব শেখ, কোষাধ্যক্ষ শামীম কামাল, সদস্য জামিলুর রহমান, আল রাজী জুয়েল, দিলরুবা আক্তার বানু সুইটসহ আরও অনেকে।

দাবা প্রতিযোগিতায় ২১টি ক্লাবের ছয়জন করে মোট ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে রেটিং খেলোয়াড় রয়েছেন ৩০ জন। প্রতিদিন বেলা ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুইস পদ্ধতিতে খেলা চলবে। এভাবে খেলা গড়াবে শুক্রবার পর্যন্ত। সর্বোচ্চ রেটিং প্রাপ্তদের মাঝে আগামী শনিবার সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো: এসএস স্পোর্টস ক্লাব, নিরদ ভূষণ রায় স্মৃতি সংসদ, বগুড়া উইনার স্পোর্টস ক্লাব, বগুড়া শার্টলার্স, এ্যামিকাস ব্যাডমিন্টন ক্লাব, স্পোর্টস জোন বগুড়া, বগুড়া টাউন ক্লাব, খান এন্টারপ্রাইজ, বগুড়া জেলা পুলিশ ক্লাব, জেড বি গ্রুপ দাবা ক্লাব (হলুদ), এসএস স্পোর্টস ক্লাব (ব্লুজ), নিরদ ভূষণ রায় স্মৃতি সংসদ-২, এমবি দাবা ক্লাব (হলুদ), বগুড়া শার্টলার্স (গ্রীন), শুকতারা সংঘ, স্পোর্টস জোন বগুড়া (লাল), বগুড়া টাউন ক্লাব (ব্লুজ), খান এন্টারপ্রাইজ (সবুজ), এমবি দাবা ক্লাব (সবুজ), জেড বি গ্রুপ দাবা ক্লাব, শহীদ তারেক সংঘ।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :