ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ১৮:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১, ২০:৪৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের প্রথম দিন রবিবার ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

আজ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। এ তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১২ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার টাকার।

লেনদেনে প্রথম স্থানে রয়েছে আল আরাফা ইসলামি ব্যাংক। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে প্রায় পাঁচ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার।

লেনদেন দ্বিতীয় স্থানে আছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে চার কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার।

তিন কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে আছে শাহজিবাজার পাওয়ার।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ফিনিক্স ফাইন্যান্সের এক কোটি ৬৭ লাখ চার হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এক কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮৬ লাখ ১৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬০ লাখ ১২ হাজার টাকার, সোনালী পেপারের ৪৭ লাখ ৮৯ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৩৫ লাখ ৯০ হাজার টাকার, বে-লিজিংয়ের ২৫ লাখ আট হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া লাফার্জ হোলসিমের ১৪ লাখ ১৪ হাজার টাকা, ডাচ বাংলা ব্যাংকের ১০ লাখ ৫২ হাজার টাকা, প্রগতি লাইফের ৯ লাখ ৯৫ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের সাত লাখ ৬৭ হাজার টাকা, অ্যাডভেন্টের ছয় লাখ ৯৪ হাজার টাকা, বেঙ্গল উইন্ডসোরের ছয় লাখ ৫২ হাজার টাকা, সিলভা ফার্মার ছয় লাখ ৫২ হাজার টাকা ও আইএফআইসি ব্যাংকের ছয় লাখ টাকার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এসকেএস/জেবি)