বাংলাদেশ-স্কটল্যান্ড

টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ১৯:৩৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টস জিতলেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শুরুর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে টাইগার অধিনায়ক বলেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। প্রচুর রান হবে। কিন্তু আমরা কুয়াশার কারণে রান তাড়া করতে চাই।’

উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের দাপট থাকলেও আজ একাদশে স্পিনার আধিক্য নেই। আইসিসির টুর্নামেন্ট হওয়ায় ওমানের উইকেট খানিকটা স্পোর্টিং হবে। তাই দলে একটা একস্ট্রা ব্যাটসম্যান খেলাচ্ছে দল। আইপিএল খেলে আসা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান রয়েছে দলে। 

টাইগার পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গী হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। তিন পেসার খেলানোর কারণে বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ।

ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে দারুণ ফর্ম ধরে রাখায় একাদশে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। নিয়মিত ওপেনার নাঈম বাদ পড়ায় তাকে ওপেন করতে দেখা যেতে পারে। বোলিং অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মেহেদি হাসান।

স্কটিশ একাদশের রয়েছে স্পিনার আধিক্য। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়া লেগ স্পিনার ক্রিস গ্রেভস একাদশে থাকছেন। পেস আক্রমণে রয়েছেন সাফিয়ান শরিফ, জশ ডেভয়।

বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ডের একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনশি, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, কালম ম্যাকলিওড, ডিলান বাডজ, মিচেল লেস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, জশ ডেভয় ও ব্রাড হোয়েল।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এইচএন)