কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ২০:২৩

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপিত হয়েছে। ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার জেলা প্রশাসক কিশোরগঞ্জ অফিস চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনের উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত বণিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিতিশ বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাকারিয়া, প্রাক্কলনিক রবিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শহীদুল্লাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)