কোয়েটজারকে ফেরালেন সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২০:৩২ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ২০:২৬

মাসকোটের আল আমিরাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী টস জিতে এখন ফিল্ডিং করছে বাংলাদেশ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১৬ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম ম্যাচের প্রথম ওভারটা তাসকিনের হাতে তুলে দেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভার করেন আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমান। দুজনে রিয়াদের ভরসায় প্রতিদানে দিতে পারেননি।

তৃতীয় ওভারে সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন রিয়াদ। সাইফ ঠিকই তার প্রতি ভরসার প্রতিদান দিয়েছেন। ওই ওভারের চতুর্থ বলে স্কটিশ ওপেনার কাইল কোয়েটজারকে ক্লিন বোল্ড করেন তিনি। আউট হওয়ার পূর্বে ৭ বল খেলে কোনো রানই তুলতে পারেননি এই ওপেনার।

এখন জর্জ মুনশি ১২ রানে এবং ম্যাথু ক্রস ২ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ডের একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনশি, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, কালম ম্যাকলিওড, ডিলান বাডজ, মিচেল লেস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, জশ ডেভয় ও ব্রাড হোয়েল।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :