ম্যাচ জটিল করে ফিরলেন সাকিব

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২১, ২৩:০৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

মাসকোটের আল আমিরাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের উদ্বোধনী ১৪১ রানে জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর মুশফিককে দেখে-শোনেই খেলতে খেলতে ম্যাচটা জটিল করে অবশেষে সাজঘরে ফিরলেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৭৩ রান।

মাঝারি টার্গেট সামনে রেখে নেমে প্রথম ওভারে একটি চার মারার পর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। ব্যাট হাতে তিনি করেছেন মাত্র ৫ রান। আরেক ওপেনার লিটনও করেন ৫ রান।

তৃতীয় উইকেট জুটিতে মুশফিককে নিয়ে দেখে-শোনে খেলতে খেলতে ম্যাচটা অনেকটা জটিল করে ফেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২৮ বলে ২০ রান তুলে ফেরেন তিনি। এখনও জয়ের জন্য প্রয়োজন ৬৮ রান। হাতে রয়েছে ৭ উইকেট এবং ৮ ওভার।

ব্যাট করছেন মুশফিক এবং রিয়াদ।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্রাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচের প্রথম ওভারটা তাসকিনের হাতে তুলে দেন দলীয় অধিনায়ক। পরের ওভার করেন আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমান। দুজনে রিয়াদের ভরসায় প্রতিদানে দিতে পারেননি।

তৃতীয় ওভারে সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন রিয়াদ। সাইফ ঠিকই তার প্রতি ভরসার প্রতিদান দিয়েছেন। ওই ওভারের চতুর্থ বলে স্কটিশ ওপেনার কাইল কোয়েটজারকে ক্লিন বোল্ড করেন তিনি। আউট হওয়ার পূর্বে ৭ বল খেলে কোনো রানই তুলতে পারেননি এই ওপেনার।

আর ইনিংসের অষ্টম ওভারের খেলায় বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ওভারেই দুই স্কটিশ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তার বলে ২৯ রানে জর্জ মুনশি এবং ১২ রানে ফেরেন ম্যাথু ক্রস।

মেহেদির পর বল হাতে জোড়া উইকেট নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। ২ রানে রিচি বেরিংটনকে ০ শূন্যরানে ফেরান মিচেল লেস্ককে। পরের ওভারেই কালম ম্যাকলিওডকে ৫ রানে আউট করেছেন মেহেদি।

মাত্র ৫৩ রানে ৬ উইকেটে হারিয়ে চাপেই পড়ে স্কটল্যান্ড। এরপর সপ্তম উইকেট জুটিতে মাক্র ওয়াটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ক্রিস গ্রেভস। ১৭ বলে ২৫ রান করেন ওয়াটকে ফেরান তাসকিন আহমেদ। আর ক্রিস গ্রেভস ফিরেছেন ২৮ বলে ৪৫ রানে। আর ৮ রানে ফেরেন জস ডেভয়। এছাড়া ৮ রানে সাফইয়ান শরিফ এবং ১ রানে হোয়েল অপরাজিত থাকেন।

এদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শেখ মেহেদি হাসান। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আর একটি করে উইকেপ নেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম)