সিরাজগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২১, ১৫:১২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১, ১৫:৩৪

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।  সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে কালেক্টরেট চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে  এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসক কার্যালয়ে

আলোচনা সভা, সেমিনার, পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার হাসিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলেন নিষ্পাপ শিশু। আজ শেখ রাসেল যদি বেঁচে থাকতেন, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তিনি একজন উন্নয়ন মূলক অগ্রণী ভূমিকা রাখতেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএ)