কুড়িগ্রামে বিষ খেয়ে স্কুলশিক্ষিকার আত্মহত্যা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২১, ১৬:৩৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১, ১৭:৩৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় হুরুন্নেছা বেগম শিল্পী (৩৯) নামে এক শিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ‍্য ভরতেরছড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হুরুন্নেছা বেগম শিল্পী উপজেলার মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং তিনি সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

স্থানীয় সুত্রে জানা গেছে, স্বামী রফিকুলের সঙ্গে ঝগড়া চলছিলো। পারিবারিক  কলহের জেরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে ইদুঁর মারা বিষ খান তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান পরে লাশ বাড়িতে ফেরত আনা হয়।

বঙ্গসোনাহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বলেন, স্বামীর সঙ্গে ওই স্কুলশিক্ষিকার ঝগড়া হয়। পরে তিনি অভিমান করে ঈদুঁর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএ)