রংপুরের ঘটনায় ফেসবুকে উস্কানিমূলক পোস্টদাতা গ্রেপ্তার

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ০৮:৩৫
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটেছে সেই পোস্টদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পবিত্র কাবা শরিফের একটি অবমাননাকর পোস্ট করার পরই ছড়িয়ে পড়ে উত্তেজনা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পরিতোষ সরকার নামে ওই ব্যক্তিকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর বি সার্কেলের এএসপি কামরুজ্জামান জানান, তাকে আটকের পর রংপুরে আনা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পরিতোষ সরকার পীরগঞ্জ উপজেলার কসবা গ্রামের প্রসন্ন চন্দ্রের ছেলে ।

পীরগঞ্জে রবিবার রাতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পেনাল কোডে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জের বটতলা মাঝিপাড়ায় জেলে পল্লীতে হামলার অভিযোগে এখন পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার এক হিন্দু কিশোর রবিবার ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে বলে গুজব ছড়িয়ে পড়ে৷ এরপর কয়েকশ মানুষ সেই কিশোরের বাড়ি ঘেরাও করে৷ তবে তার আগেই সেই বাড়ির সদস্যরা অন্যত্র সরে যায়৷

সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই বাড়িতে যান৷ পুলিশ তখন পুরো বাড়ি ঘেরাও করে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে৷

কিন্তু সেই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই রবিবার রাত ১০টায় ইউনিয়নটির হিন্দু অধ্যুষিত বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া এলাকায় ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে ভাঙচুর ও লুটপাট করে একদল উচ্ছৃঙ্খল জনতা৷ তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়৷

হামলার সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কৃষক, মৎসজীবী ও দিনমজুর মানুষজন প্রাণ রক্ষায় ঘর থেকে পালিয়ে যায়৷ তারা অভিযোগ করেন, দুর্বৃত্তরা হিন্দু বাড়িগুলো থেকে টাকা, স্বর্ণালংঙ্কার, গবাদিপশু লুটপাট করেছে৷ শেষে পেট্রোল ঢেলে ঘরবাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে৷

(ঢাকাটাইমস/১০অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :