ঘরে আগুন, জীবন্ত দগ্ধ শিশু

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ০৯:৩৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১, ০৯:৪৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

ভবনে আগুন লেগে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছের শিশুটির মা ও বোন। সোমবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামের ওই বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মাহফুজ রিবেন জানান, ভবনটির তৃতীয় তলায় বাপ্পি মৃধার বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর বাপ্পির ছেলে আয়াস মৃধার (২) পোড়া লাশ উদ্ধার করে।

আয়াসের মা খাদিজা আক্তার মিম (২২) এবং বোন আয়সা আক্তারকে (৪) দগ্ধ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধ মিমের বরাত দিয়ে শ্রীনগর থানার এসআই জিয়া উল ইসলাম বলেন, ঘটনার সময় শিশু দুটির বাবা বাপ্পি মৃধা বাড়ির পাশে মুরগির খামারে কাজ করছিলেন। মশার কয়েল থেকে ঘরে আগুন লেগেছিল বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দগ্ধ মিম ও তার মেয়ের অবস্থাও ভালো নয়।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেআর)