ফের ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১০:৩৬

আন্তর্জাতিক ডেস্ক

জাপান সাগরে ফের শক্তিশালী দুটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। মঙ্গলবার তারা দেশটির সিনপোর অঞ্চল থেকে সাগরে এই মিসাইল নিক্ষেপ করে। জাপান ও দক্ষিণ কোরিয়া এটিকে ব্যালেস্টিক মিসাইল বলে মনে করছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয় এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও মিসাইল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। খবর জাপান টাইমসের

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে,  উত্তর কোরিয়ার সাবমেরিন ঘাঁটি সিনপোর আশপাশের এলাকা থেকে এই নিক্ষেপ করা হয়। ওই ঘাঁটি থেকেই এর আগে সাবমেরিন থেকে ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছিল দেশটি।

সম্প্রতি বিভিন্ন শক্তিশালী অস্ত্র তৈরির বিষয়ে এক ভাষণে কিম জানিয়েছেন যে, শত্রুর হাত থেকে বাঁচতে এই পদ্ধতি গ্রহণ করেছে তার দেশ। যুক্তরাষ্ট্রকে সব সমস্যার মূল উল্লেখ করে কিম বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সমরাস্ত্র তৈরির এসব লক্ষ্য গ্রহণ করা হয়েছে।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/একে