পানির নিচে পুরো গ্রাম, রান্নার ডেকচিতে চড়ে বিয়েতে যুগল

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২:০৮ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১১:১২

ভারী বর্ষণে বন্যাকবলিত ভারতের কেরালা রাজ্য। এরই মধ্যে সেখানে অন্তত ৩৫ জন নিহতের খবর মিলেছে। নিখোঁজ অনেকে। তবে রাজ্যের দুরবস্থার মধ্যেই আলোচনায় উঠে এসেছে এক যুগলের বিয়ে। পুরো গ্রাম পানিতে ভেসে যাওয়ায় রান্নার ডেকচিতে ভেসে মন্দিরে গিয়ে বিয়ে করেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আকাশ ও ঐশ্বর্য দু’জনেই চেঙ্গান্নুরের একটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী। তাদের বিয়ের দিন ঠিক হয়েছিল সোমবার। বিগত তিন দিন ধরে কেরালার কোট্টায়াম, ইদুক্কি এবং আলাপুঝাসহ একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলেও তারা বিয়ে পিছানোর ঝুঁকি নিতে পারেননি।

দু’জনে বলেন, ‘অনেক দিন পর আমাদের বিয়ে ঠিক হয়েছে। কোভিডবিধি মেনে কম লোকজনকেও ডাকা হয়েছে। জানি, খুব বৃষ্টি হয়েছে। খুব খারাপ অবস্থা। কিন্তু তাও বিয়ে পিছিয়ে দিতে পারলাম না।’

নবদম্পতি আকাশ ও ঐশ্বর্যের এই বিয়ের ভিডিও কেরালার টিভি চ্যানেলেও সম্প্রচারিত হয়েছে।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :