এসার ল্যাপটপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি!

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১২:২২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে বিপুল সংখ্যক এসার ল্যাপটপ গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রির জন্য হাজির করেছে  ডেসরডেন নামের হ্যাকারদের একটি দল। এই হ্যাকিংয়ের ঘটনার সত্যতা স্বীকার কোম্পানির তরফ থেকে করে নেওয়া হয়েছে। তবে, গ্রাহকদের তথ্য সুরক্ষিত রয়েছে বলে দাবি কোম্পানির।
 
ডেসরডেন নামের ওই হ্যাকারদের দল হ্যাকিংয়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, প্রায় ৫০ জিবির বেশি ডেটা হাতিয়ে নেওয়া হয়েছে। হ্যাকিং গ্রুপের শেয়ার করা তথ্য অনুযায়ী, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন হাতিয়ে নেওয়া হয়েছে, তেমনই আবার বিভিন্ন কর্পোরেট বিজনেস-তথ্যও হ্যাকারদের হাতের নাগালে।

এই তথ্য চুরির ঘটনার প্রমাণ দিতে নিজেদের ফোরামেই একটি ভিডিও পোস্ট করেছে হ্যাকাররা।

তবে, এই প্রথম বার যে এসারের সঙ্গে এমনতর সাইবার ক্রাইমের কাণ্ড ঘটল এমনটা নয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে এমনই আর এক হ্যাকিংয়ের কাণ্ড ঘটেছিল এসার ল্যাপটপ ইউজারদের সঙ্গে। সে বারে গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখতে কোম্পানির কাছ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিল হ্যাকাররা।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এজেড)