ল্যাপটপের জন্য শক্তিশালী প্রসেসর আনল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১৩:২৯

ল্যাপটপের জন্য শক্তিশালী প্রসেসর আনল অ্যাপল। প্রতিষ্ঠানটির নতুন ল্যাপটপ ম্যাকবুক প্রোতে ব্যবহৃত হবে এই প্রসেসর। মডেল মে১ প্রো এবং এম১ ম্যাক্স। গত বছরে নিজেদের ল্যাপটপে এম১ প্রসেসর লঞ্চ করেছিল আমেরিকান টেক জায়ান্ট।

গত বছর অ্যাপলের ইন হাউস প্রোডাকশনের মধ্যেই তৈরি হয়েছিল এম১ এর মতো শক্তিশালী চিপ। পরবর্তীকালে যা একে একে প্রায় সব ল্যাপটপ ও অ্যাপলের ডেস্কটপে ব্যবহার করা হয়েছে।

এম ১ প্রো চিপের মাধ্যমে ৭০ শতাংশ আরও দ্রুত পারফরম্যান্স দেওয়ার দাবি করছে অ্যাপল। এর পাশাপাশি রয়েছে এম১ ম্যাক্সের মতো প্রসসের। এখানে পাওয়া যাবে ১০ কোর সিপিইউ কনফিগারেশন। এম১ এর থেকে চার গুণ বেশি জিপিইউ পারফরম্যান্স দেবে এই চিপসেট।

অ্যাপলের দাবি এম১ ম্যাক্স অ্যাপলের তৈরি সবথেকে বড় চিপ। এর আগে এরকম চিপ তৈরি করেনি কোম্পানি। নতুন এই চিপসেট চারটে এক্সটারনাল ডিসপ্লে সাপোর্ট করতে সক্ষম। সোমবারই এই নতুন চিপ এনেছে অ্যাপল।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :