ফরিদপুর আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১৪:২৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১, ১৫:০৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর আওয়ামী লীগ। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের আহ্বায়ক সাইদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, শামসুল বারি শানু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদপুর পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র মতিউর রহমান শামীম প্রমুখ।

সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশে বিএনপি ও জামায়াত আগের মতো অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। আমরা দেশবাসীকে নিয়ে তাদের প্রতিরোধ করবো। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে কোনো অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না। অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেএম)