তাহিরপুরে প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১৪:৩৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে গুলজাহান বেগম (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছেন। রবিবার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল দক্ষিণ পাড়া (কুড়ের পাড়) গ্রামে ঘটনাটি ঘটে।

সোমবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত গুলজাহান বেগম উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল দক্ষিণ পাড়া(কুড়ের পাড়) গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার এশার নামাজের আগে রাতের খাবার খাওয়ার জন্য মা গুলজাহান বেগমকে ডেকে নিয়ে আসেন মানসিক প্রতিবন্ধী মেয়ে খাদেজা বেগম। ছোট মেয়ে সাদেকা বেগম খাদেজা ও গুলজাহান বেগমকে খাবার খেতে দেন।

হঠাৎ করে খাদেজা কুদালের আছাড় (কাঠের লাঠি) দিয়ে তার মায়ের মাথায় কয়েকটি আঘাত করেন।

এ সময় ছোট মেয়ে সাদেকা চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে গুলজাহান বেগমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :