সয়াবিন তেলের দাম ফের বাড়ল, লিটার বিক্রি হবে ১৬০ টাকায়

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১৫:৪৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৫৩ থেকে ৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ১৬০ টাকা দামে বিক্রি হবে এক লিটার সয়াবিন তেল।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।

এর আগে গত ২৭ মে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৫৩ টাকা করা হয়। এখন দাম বেড়ে প্রতি লিটার হয়েছে ১৬০ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি। যদিও সংগঠনটির পক্ষ থেকে ১৬৭ টাকা করার প্রস্তাব করা হয়েছিল।

এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৫৩ টাকা ছিল। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, যা এত দিন ৭২৮ টাকা ছিল।

এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

এই মূল্য অবিলম্বে কার্যকর হবে বলে বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। যদিও অতীতে এমন দাম বৃদ্ধির ঘোষণা আসার পরপরই মজুত পণ্যের দামও বাড়িয়ে দেন অনেক অসাধু ব্যবসায়ী।

দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ২০২০ সালের পর থেকে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতির জন্য দেশে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/বিইউ/এমআর)