ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১৭:৫৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার দেবীদ্বারে ভীমরুলের কামড়ে তানভীর হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তানভীর দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের দপ্তরি এবং উপজেলার এলাহাবাদ গ্রামের রুবেল মিয়ার ছেলে। 

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামেশিশুটির নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তানভীর এক মাস আগে নানার বাড়ি বেড়াতে আসে। সোমবার সকালে নানার বাড়ির আঙিনার একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় একঝাঁক ভিমরুল উড়ে এসে তাকে এলোপাতারি কামড়াতে থাকে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানভীরের কাকা মো. হিমেল জানান, নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়ানো ছিল তানভীর। অন্য ছেলেরা খেলাধুলা করছিল। ওই সময় কে বা কারা ভিমরুলের বাসায় ঢিল ছুঁড়লে এক ঝাঁক ভিমরুল উড়ে এসে তানভীরকে কামড়ায়। এসময় অন্য ছেলেরা দৌঁড়ে পালিয়ে গেলেও তানভীর পালাতে পারেনি।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/পিএল)