পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা: ৩৮ আসামি কারাগারে

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১৮:০৩

রংপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৪১ আসামির জন্য ৩৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ব্যাপারে এখনো শুনানি হয়নি।

মঙ্গলবার বিকাপলে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী শুনানি শেষে ৩৮ জনকে কারাগারে পাঠানো আদেশ দেন।

আদালত পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার এক মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। তাদের মধ্যে ৩৮ জনকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। অপ্রাপ্তবয়স্কদের বাকি তিনজনের বিষয়ে এখনও কোনো শুনানি হয়নি।

গোলাম মোস্তফা আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার একমাত্র আসামি যে কিশোর তার বিষয়েও আদালত কোনো সিদ্ধান্ত জানায়নি। তাকেও আদালতে তোলা হয়েছিল।

রবিবার রাতে পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার ঘটনায় দুটি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। মামলা দুটি মঙ্গলবার সকালে রেকর্ড করা হয়। এর মধ্যে বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় করা মামলা তদন্ত করছেন পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান এবং তথ্যপ্রযুক্তি আইনের মামলা তদন্ত করছেন এসআই সাদ্দাম হোসেন।

সহিংসতার ঘটনায় আজ পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি মামলার আসামি ৪১ জন। অপর মামলার আসামি একজন।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এমআর