সৌম্যর পরিবর্তে একাদশে নাঈম

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২১, ১৯:৪৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

মাসকোটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে ওমানের বিপক্ষে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে টসও হয়ে গেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা। টিকে থাকার এই ম্যাচে দলে এসেছে এক পরিবর্তন। আগের ম্যাচ খেলা সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাঈম শেখ।

ওমানে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে শঙ্কা জেগেছে টাইগারদের শেষ বারোতে ওঠা নিয়ে! চলছে সাকিব-রিয়াদদের ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনা। তবে সমালোচনার তুঙ্গেই ছিলেন দলীয় ওপেনার সৌম্য সরকার।

ওই ম্যাচে ব্যাট হাতে ৫ বল খেলে করেছিলেন মাত্র ৫ রান। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানেই সমালোচিত হন তিনি। এমন পরিস্তিতিতে দলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছিলেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। আর সেটাই সত্যি হলো। দলীয় অধিনায়ক রিয়াদ জানিয়ে দিলেন সৌম্য সরকারের পরিবর্তে নামছেন নাঈম শেখ।

উল্লেখ্য, এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের রাউন্ডে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। ব্যাট হাতে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমান একাদশ:

জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

 (ঢাকাটাইমস/১৯অক্টোবর/এমএম)