জীবন: প্রাণোচ্ছ্বাসের আরেক নাম

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১০:৫৯

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

জীবনের খোঁজে আমি জীবনের দ্বারে  দ্বারে  কড়া নেড়েছি বারংবার,

ম্রিয়মাণ ক্ষীণ কণ্ঠে জীবনেরই সাড়া পাই, ‘এখানে  থাকেনা  জীবন,

সময় নষ্ট করে অস্থানে জীবনকে খোঁজা অর্থহীন; নিতান্ত  অসার; 

এখানে রাসায়নিক সারে আবাদ হয় আফিম আর ফণিমনসার বন।

 

ফুল পাখি নদী নারী ঝর্ণাধারা ঘাসফুল শিশিরভেজা  ঘাসের ডগায়,

জীবনকে  খুঁজে  খুঁজে  আমি  হয়রাণ, আমার সঙ্গি  কেবলি অবসাদ,

তবুও পাইনা  জীবন,কেউ নেই; জীবন-মশালের সুপ্ত আগুনকে জাগায়;

জীবনে  জীবন নেই, মুখে মুখে ছড়ায় যেন মুখরোচক  জীবন-প্রবাদ।

   

কালের সাক্ষী  বিশাল  বটবৃক্ষ আর তুচ্ছ নলখাগড়া; সকলেই  চুপ,

কেউই জানেনা, জীবন কোথায়  থাকে, জীবনের আসলে কী রূপ;

মাঝে মাঝে  বেদনার লোবান  জ্বলে;  জ্বলে বিষাদের  ফরমাশি ধূপ,

জীবনের  কোলাহল  আর্তনাদে মিশে যায়;  প্রাণ পায়  মহামৃত্যুকূপ।

 

নিত্যানন্দে  নেচে বেড়ানো প্রজাপতির কাছে  মিনতি  করে বলি,

তুমিতো  নিশ্চয়ই  জানো  জীবনের রহস্যময়  আসল ঠিকানা;

প্রজাপতি বলে,  সদর ছেড়ে  কেনো তুমি চষে বেড়াও চোরাগলি!

যেখানে প্রাণ থাকেনা; সেখানে জীবনের বসতি গড়া প্রকৃতির  মানা।

  

যে জীবনে  প্রাণ নেই,  সে জীবনের নেই  কোনো  কানাকড়ি  মান,

জীবনের মানে হলো  প্রাণময় জীবন, প্রাণোচ্ছ্বাসের  নব-উত্থান।