চ্যাম্পিয়ন্স লিগ

ভিন্ন ম্যাচে গোল উৎসবে মাতলো রিয়াল-ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১১:১৭

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। একই দিন প্রতিপক্ষ ক্লাব ব্রুজের জালে পাঁচবার বল পাঠিয়ে গোল উৎসবে মাতে ম্যানচেস্টার সিটিও।

প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটি। জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ, একটি করে জোয়াও কানসেলো, কাইল ওয়াকার ও কোল পালমার। তাতেই বেলজিয়ান চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরে পেপ গার্দিওলার দল।

গোল উৎসবে মেতেছিল ম্যানচেস্টার সিটির ফুটবলাররা।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে সিটি গোলের উদ্দেশে মোট ২২টি শট নেয়, যার ৯টি লক্ষ্যে। বিপরীতে ক্লাব ব্রুজের পাঁচ শটের ২টি ছিল লক্ষ্যে। ৩০তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। মাঝমাঠের কাছ থেকে ফিল ফোডেনের লম্বা ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান কানসেলো।

৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ডি-বক্সে আলজেরিয়ার এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ান ইংলিশ ডিফেন্ডার ওয়াকার। ডে ব্রুইনের বদলি নামার দুই মিনিট পরই জালের দেখা পান পালমার, সিটি এগিয়ে যায় ৪-০ গোলে। ৮১তম মিনিটে একটি গোল শোধ করেন ব্রুজের হান্স ভানাকেন। তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিটি।

শেষের দিকে শাখতারের জালে বল পাঠিয়ে উৎযাপনে মাতেন করিম বেনজামা।

অন্য ম্যাচে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দুইবার জালে বল পাঠান ভিনিসিয়াস জুনিয়র। তার পাস থেকেই ব্যবধান আরও বাড়ান আরেক ফরোয়ার্ড ব্রাজিলিয়ান রদ্রিগো। শেষ দিকে জালের দেখা পান করিম বেনজেমা।

চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে আছে রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলে হারা শেরিফ। মিলানের দলটির পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে শাখতার।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :