বরগুনার সেই শ্রমিকলীগ নেতা বহিষ্কার

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:৩০ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১১:২৬

মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি বরগুনা জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভার মাধ্যমে পৌর শ্রমিকলীগ, উপজেলা শ্রমিকলীগ ও জেলা শ্রমিকলীগের যৌথ সম্মতিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, দলের গঠনতন্ত্র অনুসারে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আবদুল হালিম মোল্লাকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলা শ্রমিকলীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৮ অক্টোবর মাদক মামলায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাকে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাত সোয়া ১টার দিকে ২০ গ্রাম গাঁজাসহ আবদুল হালিম মোল্লাকে বাড়ির সামনের রাস্তায় আটক করে পুলিশ। পরে তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :