আইসিসির নিয়মে পরিবর্তন, অনিশ্চিত বাংলাদেশের গ্রুপ ভাগ্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬:১৮ | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৪:০৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে আইসিসি জানিয়েছিলো, আসরের প্রথম পর্বে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারলেই সুপার টুয়েলভে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপ। সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হতো ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর তিন ম্যাচ পর হঠাৎ নিয়মে বদল আনলো আইসিসি।

নতুন নিয়মে বাংলাদেশকে শুধু কোয়ালিফাই নয়, গ্রুপ সেরা হয়ে উঠতে হবে ‘বি’ গ্রুপে। যদিও বর্তমান পয়েন্ট টেবিলের বিচারে বাংলাদেশের গ্রুপ সেরা হওয়াটা একটু অসম্ভব। তবে প্রথমপর্বে টাইগাররা রানার আপ হয়ে কোয়ালিফাই করলে আইসিসির নতুন নিয়ম অনুয়ায়ী মুল আসরের ‘এ’ গ্রুপে পড়বে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল।

আইসিসির নতুন নিয়মে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ ওয়ান’ -এ এবং রানার-আপ দল ‘গ্রুপ টু’ তে খেলবে। অনুরূপভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ টু’ এবং রানার-আপ দল ‘গ্রুপ ওয়ান’ -এ খেলবে।

আইসিসি তাদের পুরোনো ধারায় বলেছিল, বাংলাদেশ প্রথম কিংবা দ্বিতীয় যাই হোক, তাদেরকে ধরা হবে ‘বি’ গ্রুপের সেরা (বি-১)। প্রথম পর্বের গ্রুপ ‘এ’তে থাকা শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে গ্রুপের শীর্ষ বাছাই ধরা হয়েছে।

কিন্তু হঠাৎ বদলে যাওয়া নিয়মে ম্যাচ কাভার করার ক্ষেত্রে সমস্যায় পড়েছে গণমাধ্যমকর্মীরা। যদিও তাদের নতুন করে ম্যাচ বাছাই করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশকে গ্রুপ সেরা মেনে পরবর্তী ম্যাচগুলোর টিকিট আগেভাগে কিনে নেওয়া দর্শকরা পড়বে বিড়ম্বনায়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :