ভুয়া ভিডিও ছড়ানোয় বদরুন্নেসার সহকারী অধ্যাপক আটক

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৪:৫০ | আপডেট: ২০ অক্টোবর ২০২১, ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এলিট ফোর্স র‌্যাব।

বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। সেই ভিডিওটি অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে আমরা হেফাজতে নিয়েছি।

র‌্যাব কর্মকর্তা জানান, এই ভিডিও রুমা সরকার তার ফেসবুকে শেয়ার করেন। পরবর্তী সময়ে ফেসবুক লাইভে এসে ওই ভিডিওতে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

যথাযথ আইন মেনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলা হবে কি না এখনই বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসএস/জেবি)