চট্টগ্রামে মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল নির্মাণ করবে সাইফ লজিস্টিকস

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৫:৩১

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহের জন্য রেলভূমিতে মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল কাম অফ- ডক নির্মাণ করবে সাইফ  লজিস্টিক অ্যালায়েন্স। মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সরকারি প্রতিষ্ঠান ‘কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ (সিসিবিএল) ও সাইফ লজিস্টিকস অ্যালায়েন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে রেল সচিব ও সিসিবিএলের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘যাত্রী পরিবহন করে বিশ্বের কোনো দেশই, কিন্তু রেল থেকে লাভ করতে পারেনি। পণ্য পরিবহন করার মধ্য দিয়ে লভ্যাংশ পায়। বাংলাদেশের রেলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। তাই অতীতের চেয়ে রেলের প্রতি মানুষের আস্থা অনেক বেড়েছে। আমি মনে করি, আজকের এই চুক্তি বাংলাদেশের ব্যবসার ইতিহাসে ব্যাপক ভূমিকা রাখবে। এই টার্নিমাল নির্মাণ হলে ব্যবসায়ে গতি পাবে।’

এ ব্যাপারে রেল সচিব ও সিসিবিএলের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘পণ্য পরিবহনের কাজে সিসিবিএল গঠন করা হয়েছে। এখন সিসিবিএলের সঙ্গে চুক্তির মাধ্যমে সাইফ লজিস্টিকস টার্মিনাল তৈরি করবে। যেখান থেকে কন্টেইনার সঠিকভাবে সঠিক জায়গায় পাঠানো হবে। এতে করে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। দেশের অর্থনীতির গতিকে যেমন সচল করবে, তেমনি রাজস্ব আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে ।‘

এ সময় সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বলেন , ‘মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কাছে নির্মিত হওয়াতে তার কন্টেইনার ডেলিভারি সমক্ষতা বাড়াবে। এটি হবে চট্টগ্রাম বন্দরের রাইট আর্ম। এই মাল্টি মডেল টার্মিনাল র্নিমাণের মধ্য দিয়ে ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি এমন একটি টার্মিনাল যা রেল এবং রোডের সংযোগে নির্মিত হবে- যা বাংলাদেশে আগে হয়নি।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসএ)