সাম্প্রদায়িক হামলা মহানবীর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক: ঢাবি ভিসি

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৫:৪৩

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার যেসব ঘটনা ঘটেছে সেগুলো মহানবী হজরত মুহাম্মদ সা.-এর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (২০ অক্টোবর) বাদ জোহর পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্ত্রীয় মসজিদে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ‘সাম্যের নবী হজরত মুহাম্মদ সা. আজকের এই দিনে দুনিয়াতে আগমন করে সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। তিনি আজ দুনিয়াতে নেই। কিন্তু তার আদর্শ আজও পৃথিবীতে টিকে আছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো নবীর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এই ধরনের ঘটনা মোটেই ইসলামসম্মত নয়।’
কেন্দ্রীয় মসজিদের খতিব ড. সাইদ ইমদাদ উদ্দীন বলেন, ‘আজকে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় আনন্দের দিন। কেননা, এই দিনেই মহানবী সা. দুনিয়াতে এসেছিলেন। তাকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি হতো না। তিনি যে আদর্শ রেখে গিয়েছেন সে আদর্শ সবাইকে মেনে চলতে হবে।’

এসময় কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘মহনবী সা. সর্বকালের শ্রেষ্ঠ আদর্শের প্রতীক। সব ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার সাথে কোমল ছিলেন। তিনি তরবারি দিয়ে কাউকে আক্রমণ করেননি। একবার এক ইহুদি মসজিদে এসে প্রস্রাব করতে শুরু করলে সাহাবি বাধা দিতে গেলে নবীজি সাহাবিদের আটকে দেন। ইহুদির সাথে খারাপ আচরণ করেননি। এটাই ছিল নবীর শিক্ষা। কিন্তু বর্তমানে সাস্প্রদায়িক হামলাকারীরা নবীর আসল শিক্ষা পাননি।’

(ঢাকাটাইমস/২০অক্টোবর/আরএল/জেবি)