বিরামপুরে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৬:৪৮

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২১ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল আলম রাজু বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কর্মময় জীবন ও চারিত্রিক আদর্শ প্রতিটি মুসলিমের জীবন চলার পাথেয়। তার জীবন আদর্শ আমরা আন্তরিকতার সঙ্গে হৃদয়ে ধারণ ও বাস্তবায়ন করলে আমাদের জীবন হবে শান্তিময়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। আর এটি মুখের কথায় চলবে না। কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।’

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ড. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পাউশগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মামুনুর রশিদ ও উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মোকলেছুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)