চসিকের উদ্যোগে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৬:৫০

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার সকালে টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ কমিউনিটি সেন্টার স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম।

অন্যান্যের মধ্যে চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিবিএ সভাপতি ফরিদ আহমদসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আল্লাহ তার রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমত স্বরূপ। তিনি শুধু মানবজাতির জন্য নয়, সব সৃষ্টি জগতের রহমত এবং প্রাণীকুল ও প্রকৃতি সুরক্ষাকারী। সেই কারণে তিনি সব প্রাণ-প্রকৃতির নিয়ামক।

আলোচকরা বলেন, আমাদের পরম সৌভাগ্য আমাদের দেশে ইসলাম প্রচার ও প্রসার হয়েছে তলোয়ারের তেজে নয়, সুফীবাদদের শান্তির বার্তা দিয়ে। তাই ইসলাম সাম্য, সহনশীলতা, সম্প্রীতি ও সোহার্দে্যর প্রতিরূপ। সামগ্রিক অর্থে ইসলাম মানবতার ধর্ম দর্শন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)