কুড়িগ্রামে তিস্তার স্রোতে কৃষক নিখোঁজ

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৮:১৬

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

উজানের ঢলে কুড়িগ্রামে পানি বৃদ্ধির শুরুতেই তিস্তার স্রোতের এক কৃষকের নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই ব্যক্তি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নগর পাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, বুধবার দুপুরের দিকে থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় স্রোতের তোড়ে তিনি তলিয়ে যান। পরে প্রতক্ষ্যদর্শীরা তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজের চার ঘণ্টা পরেও তার কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্যদের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো নিজের গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে নদী পার হয়ে চরাঞ্চলে যান। তারপর দুপুর ১টার দিকে ঘাসের বস্তা সঙ্গে নিয়ে নদীতে সাঁতার কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

সকাল থেকে দুপুরের সময়ে পানির স্রোত বেশি থাকায় স্রোতের তোড়ে ডুবে যান তিনি। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাপ দিলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের সহোযোগিতায় দুটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চলছে বলেও উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান।

এব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী বলেন, ‘আমাদেরকে এখনো জানানো হয়নি। জানানোর পরে আমরা ব্যবস্থা নেবো।’

উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এইমাত্র শুনলাম। আবহাওয়া প্রতিকূল থাকায় এখনো ব্যবস্থা নিতে পারিনি।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)