গোপালগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রকাশ | ২০ অক্টোবর ২০২১, ১৯:০৭

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের পুরাতন লঞ্চঘাট ট্রাফিক বক্সের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার বিকালে ট্রাফিক পুলিশের  টিআই (প্রশাসন) মো. উজ্জল শেখ ও সার্জেন্ট কামরুল ইসলাম বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় শহরের পুরাতন লঞ্চঘাট ট্রাফিক বক্সের পাশে একটি কাঠ বাদাম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর আগে পুলিশ লাইন্স ট্রাফিক বক্সের পাশে একটি কাঠ বাদাম গাছ রোপণ করা হয়েছিল। 

বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম শেষে ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম জানান, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এক কোটি গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গোপালগঞ্জে ট্রাফিক পুলিশের বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। এই গাছ বড় হলে পথচারীদের ছায়া দেবে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)