শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ২১:২০

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সামসুদ্দিন মোল্লা স্মৃতি সংসদ অর্থ ও পরিচালনা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতার পুরস্কার ও বই বিতরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার বিকালে ফরিদপুর শহরস্থ অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান হয়।

শামসুদ্দিন মোল্লা স্মৃতি সংসদের আয়োজনে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা হয়। শেষে শিশুকিশোরদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশার্রফ আলী, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, শামসুদ্দিন মোল্লার ছেলে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য কামরুজ্জামান কাফী, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাহিদ উদ্দিন আহমেদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আবু নাঈম।

এ সময় বক্তারা বলেন, শেখ রাসেল জীবিত থাকলে হয়তো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারতো। ঘাতকরা জানত যে শেখ পরিবারের কেউ জীবিত থাকলে তাদের এই নীলনকশা বাস্তবায়নে বাধার সম্মুখীন হতে হবে। এজন্য তারা শিশু রাসেলকেও নির্বিচারে সেদিন হত্যা করেছে। তারা আরও বলেন, ৭৫-এর প্রেতাত্মারাই কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে।

অনুষ্ঠান শেষে শেখ রাসেলসহ শেখ পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শুরুতে শেখ রাসেল স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস খান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা, নাজনিন সুলতানা, আফরোজা সুলতানা টুটু, মাসুমা বেগম ইভা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে ১২ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :