হৃত্বিক নন, সৌরভের বায়োপিকে আরেক তারকাপুত্র

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১১:৩২

বলিউডে হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এই ছবিতে দাদার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে উত্তেজনার শেষ নেই। যদিও শুরুর দিকে সৌরভ জানিয়েছিলেন, তিনি চান তার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক। প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস রণবীরকে প্রস্তাবও দিয়েছিল বলে গুঞ্জন।

কিন্তু শুটিংয়ের ডেট না মেলায় সৌরভের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন রণবীর। এরপর শোনা যায় তারকাপুত্র হৃত্বিক রোশনের নাম। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি সৌরভ বা প্রযোজক লাভ রঞ্জন। মাঝে আবার শোনা যায়, সৌরভের বায়োপিকে তার চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। সে সম্পর্কেও মুখ খোলেননি কেউ।

এবার নতুন গুঞ্জন, পরিচালক আর বাল্কি শুরু করেছেন তার আগামী ছবির প্রি-প্রোডাকশনের কাজ। সে ছবির মুখ্য চরিত্র এক বাঁহাতি ব্যাটসম্যান। সেই চরিত্রে অভিনয় করছেন আরেক তারকাপুত্র অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করে। এখান থেকেই শুরু হয়েছে জল্পনা। সৌরভ বাঁহাতি ব্যাটসম্যান। তাহলে কি সৌরভের বায়োপিক নিয়েই কাজ করছেন পরিচালক আর বাল্কি।

যদি এই জল্পনাই সত্যি হয়, তাহলে সৌরভের বায়োপিকে তার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক বচ্চন। আর বাল্কি পরিচালিত সেই ছবিতে অভিনয় করবেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটারও।

বাইশ গজ হোক কিংবা তার বাইরে, সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের ‘দাদা’। বিতর্কিত, ক্ষতবিক্ষত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অধিনায়কের ভূমিকায় তিনি এসেছিলেন বলেই একদিন বদলে গিয়েছিল ‘ভারত’ নামক দেশটির ক্রিকেট-দর্শন। প্রায় নুইয়ে পড়া দলটির ঘাড় তুলে দাঁড়ানোর সাহস এসেছিল ফিরে। নতুন করে শ্বাস নিয়েছিল বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়ার বিশ্বাস।

এবার সেই গল্পই পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। গত ৭ সেপ্টেম্বর সংস্থাটির সঙ্গে বায়োপিকের চুক্তি সই করেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এখন দেখার, অবশেষে বড় পর্দায় কাকে দেখা যাবে এই ক্রিকেটারের চরিত্রে।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :