পদত্যাগের খবর গুজব, পুঁজিবাজার আরো ভালো হবে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২:১৩ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১২:০২

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম বলেছেন, ‘আমার পদত্যাগের খবরটি গুজব। এটি যারা করেছে তাদের উদ্দেশ্য সৎ নয়। এই ধরনের গুজবের ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে।’

পুঁজিবাজার আরো ভালো হবে উল্লেখ করে বুধবার রাতে ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘প্রায়ই পুঁজিবাজারের সূচককে প্রভাবিত করার জন্য কিংবা দাম কমিয়ে শেয়ার ক্রয় করাসহ বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য কেউ কেউ গুজব রটাচ্ছে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের সাবধান থাকার জন্য অনুরোধ করব।’গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

পুঁজিবাজারে কয়েকদিনের মন্দাভাবের মধ্যে গুজব ছড়িয়ে পরে পদত্যাগ করছেন বিএসইসির চেয়ারম্যান। শুধু তাই নয়, সরকার থেকে দেওয়া এক হাজার কোটি টাকার তহবিল ফিরিয়ে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলাম।

সূচকের ওঠানামার বিষয়টি স্বাভাবিক উল্লেখ করে নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, ‘ভয়ের কিছু নেই। এখন পুঁজিবাজার ভালো আছে। ভবিষ্যতে আরও ভালো হবে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বরং কেউ যদি অহেতুক গুজবে কান দিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাহলে তিনি বা তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অতীতেও বলেছি, আবারও বলছি, গুজবে কান দেওয়া যাবে না। দেখেশুনে বুঝে বিনিয়োগ করতে হবে।’

গুজব ছড়ানো চক্র চিহ্নিত, নেয়া হবে ব্যবস্থা:

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব গুজবের কারণে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূচকের পতনের পেছনে এটিও একটি কারণ বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। জানা গেছে, গুজব ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বিএসইসি।

নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘বিএসএসিরি চেয়ারম্যান পদত্যাগ করছেন- এমন গুজব ছড়িয়েছে একটি চক্র। এর সঙ্গে একটি প্রতিষ্ঠান দরপতনের উদ্দেশ্যে বড় বড় সেল প্রেসার দিয়ে শেয়ার বিক্রির চাপ সৃষ্টি করেছে। বিএসইসি তাদের শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে বাজার পরিস্থিতি ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের গুজব ছড়ানোসহ বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে বিএসইসি। বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্বের সঙ্গে গুজবের বিষয় নিয়ে আলোচনা হয়।

এ নিয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘একটি মহল শেয়ারবাজারকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়াচ্ছে। এই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। বাজারে গুজব ছড়ানো হচ্ছে যে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু প্রকৃত পক্ষে এর কেনো ভিত্তি নেই।’

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বিনিয়োগবান্ধব সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান চেয়ারম্যান। ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে।

গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনও। সংগঠনের সভাপতি শরিফ আনোয়ার হোসেন মঙ্গলবারের অনুষ্ঠানে বলেন, ‘আমরা চাই যারা এ ধরনের কাজ করে বাজারকে মন্দার দিকে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এ বিষয়ে আমরা সবই একমত হয়েছি।’

বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন- এই গুজবের কোনো ভিত্তি নেই জানিয়ে বিএসইসির কমিশনার শামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। পুঁজিবাজারের জন্য আমরা কাজ করছি, চেয়ারম্যানও কাজ করছেন। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি পুঁজিবাজারের কারসাজি করতে চায় বা ক্ষতি করতে চায়। আমরা এখন অনেক শক্তিশালী, আমরা এখন আইডেনটিফাই করতে পারি।’

(ঢাকাটাইমস/২১অক্টোবর/বিইউ/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

সাক্ষাৎকার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সাক্ষাৎকার এর সর্বশেষ

প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল আর্মিরা ধরে নিয়ে যাবে: ফরিদা খানম সাকি

দাম বাড়ালে এতক্ষণে কার্যকর হয়ে যেত: ক্যাব সহ-সভাপতি নাজের হোসাইন

জন্ম থেকেই নারীদের যুদ্ধ শুরু হয়: নারী উদ্যোক্তা ফরিদা আশা

নারীরা এখন আর পিছিয়ে নেই

ভবন নির্মাণে সিটি করপোরেশনের ছাড়পত্র নেওয়ার নিয়ম করা উচিত: কাউন্সিলর আবুল বাশার

তদারকি সংস্থা এবং ভবন নির্মাতাদের দায়িত্বশীল হতে হবে: অধ্যাপক আদিল মুহাম্মদ খান

বেইলি রোডের আগুনে রাজউকের ঘাটতি রয়েছে: মো. আশরাফুল ইসলাম

নতুন করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে ভবন অনুমোদন দিতে হবে: ইকবাল হাবিব

বীমা খাতে আস্থা ফেরাতে কাজ করছি: আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারী

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু জঙ্গি সংগঠন মাথাচাড়া দিতে চায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :