করোনা টিকায় ১০০ কোটির মাইলফলক ভারতের, মোদির উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৩:২১

করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। একশো কোটির মাইলফলক পেরনোর এই মুহূর্তকে উদযাপন করতে উৎসবও শুরু হয়ে গিয়েছে দেশটিতে। এই উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেকর্ডের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার হরিয়ানার ঝজ্জরে একটি অনুষ্ঠান উপলক্ষে ভাষণ দেওয়ার সময় মোদি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সবাইকে প্রশংসায় ভরিয়ে দেন। খবর সংবাদ প্রতিদিনের

ভাষণে মোদি বলেন, 'আজ একটা উৎসাহের আবহ তৈরি হয়েছে। সেই সঙ্গে আমাদের মধ্যে এই দায়িত্ববোধও রয়েছে যে সবাই মিলে আমরা করোনাকে হারাব।'

এর আগে এক টুইটে মোদি লেখেন, 'ভারত ইতিহাস গড়েছে'। এর পিছনে দেশের ১৩০ কোটি মানুষের সম্মিলিত ‘স্পিরিট’কেই কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী।

মাইলফলক ছোঁয়ার উদযাপনে অভিনব পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। জানা গিয়েছে, লালকেল্লায় এই উপলক্ষে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গান ও একটি অডিও-ভিজুয়াল ফিল্ম লঞ্চ করা হবে। তা লঞ্চ করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

এছাড়াও এ উপলক্ষে ১ হাজার ৪০০ কেজি ওজনের একটি পতাকা উত্তোলন করা হবে লালকেল্লায়। এভাবেই ১০০ কোটি টিকাকরণের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উন্মুখ বিজেপি সরকার।

সেই সঙ্গে আরও একটি লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশের আড়াই কোটি মানুষকে টিকা দিতে চায় দেশটি। এর আগে মোদির জন্মদিনেও এই লক্ষ্যমাত্রা ছুঁয়েছিল ভারত। ইতিহাস গড়ার দিনেও ফের সেই মাইলফলক ছুঁতে চাইছে তারা।

ঢাকাটাইমস/২১অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :