যুদ্ধাপরাধ: ময়মনসিংহের ১২ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

প্রকাশ | ২১ অক্টোবর ২০২১, ১৫:০৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২১, ১৫:০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ জেলার ১২জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৯ অক্টোবর তদন্ত সংস্থা প্রসিকিউশনে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

পরোয়ানাভুক্ত আসামিদের নামপরিচয় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এআইএম/এমআর