নেত্রকোণায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ২১:৫৯

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপির নায়েক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল বৃহস্পতিবার বিকাল পৌণে ৩টার দিকে দিকে লক্ষীপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।

নিজস্ব গোয়েন্দা তথ্যে বিজিবির টহল দলটি মালামাল নিয়ে চোরাকারবারিরা ভারতের সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে।

এ সময় বিজিবি জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মালামাল ফেলে দৌঁড়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি জোয়ানরা ঘটনাস্থল থেকে চোরাচালানকৃত ৭৮ পিস বেনারসি শাড়ি ও ৫৮৯ পিস জর্জেট প্রিন্ট শাড়ি আটক করে। আটককৃত শাড়ির সিজার মূল্য ২৫ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা।

আটককৃত এ সকল মালামাল শুক্রবার সকালে নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেয়া হবে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :