আখাউড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১০:১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহেদ ভূঁইয়া ও এক বছর বয়সী মেয়ে হাবিবা। আব্দুল ওয়াহেদ ইসলামপুর পলিটেকনিক্যাল কলেজের হিসাব-বিজ্ঞানের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন।

আহতরা হলেন স্মৃতি বেগম, রোকসানা, শিশু তামিমা ও ওয়াফি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে অটোরিকশায় করে আব্দুল ওয়াহেদ পরিবার নিয়ে কাউতলী থেকে কসবার নয়নপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তন্তর নামক এলাকায় পৌঁছার পর ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহেদের মৃত্যু হয়। আহত হয় তার মেয়ে হবিবা ও স্ত্রীসহ ছয়জন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু হাবিবা। আহত বাকিদের অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :