রোহিঙ্গাদের দুই পক্ষে সংঘর্ষে নিহত বেড়ে ৭

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১, ১১:০৬
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই পক্ষে সংঘর্ষে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। সংঘর্ষের ওই ঘটনায় কমপক্ষে সাত জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সন্দেহে মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

নিহতদের মধ্যে চারজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস, বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন, ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক এবং আবুল হোসেনের ছেলে মো. আমীন। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘের্ষর পর অস্ত্রসহ একজনকে আটক করেছি। কী কারণে পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়েছিলে সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তিনি।

ঢাকাটাইমস/২২অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :