দেশব্যাপী গণঅনশনের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

প্রকাশ | ২২ অক্টোবর ২০২১, ১৫:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশব্যাপী গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রতিটি জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে ঢাকায় শাহবাগ চত্বর এবং চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/আরকে/এমআর)